Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বর্তমান কার্যক্রম

আইসিটি বিষয়ক চলমান কার্যক্রমঃ

  • মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩,৮৯,৪৯৮ গ্রাহকের বিদ্যুৎ বিলিং কার্যক্রম বিলিং সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হয়।
  • টেলিটক বাংলাদেশ লিঃ এর সহায়তায় এসএমএস (টেলিটক পল্লী চার্জ) এর মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় করা হয়।
  • ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় করা হয়।
  • বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় করা হয়।
  • স্টোর ব্যবস্থাপনা কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হয়।
  • পে-রোল সফটওয়্যারের মাধ্যমে বেতন ও ভাতাদি প্রক্রিয়াকরণ করা হয়।
  • অনলাইন পদ্ধতিতে লোড শেডিং এর তথ্য প্রক্রিয়াকরণ করা হয়।
  • চাকুরীর আবেদন গ্রহন ও প্রক্রিয়াকরনের জন্য অনলাইন পদ্ধতি প্রবর্তন।
  • অনলাইনে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন গ্রহণ করা হয়।
  • অত্র পবিস এর হার্ডওয়্যারসমূহ সুষ্ঠ ব্যবস্থাপনার স্বার্থে Hardware Management System প্রণয়ন ও বাস্তবায়ন।
  •  পবিস জন্য ফেসবুক পেইজ খোলা হয়েছে।
  • বিতরণ ট্টান্সফরমারের লোড স্বয়ংক্রিয়ভাবে সনাক্তকরণের জন্য Transformer Maintenance and Load Management (TMLM) সিষ্টেম বাস্তবায়ন করা হয়।
  • বাপবিবোর্ডের  ও পবিস সমূহের সাথে একযোগে ভিডিও কনফারেন্সিং করা হয়।
  • এক ফেজ প্রি-পেইড মিটার ও তিন ফেজ অনলাইন প্রি-পেইড মিটার স্থাপন।
  • পেপারলেস অফিস বাস্তাবায়নের জন্য শতভাগ ই-নথি কা্র্যক্রম চলমান।